আসামী বলেছে তাই আমি কেন গান গাই কোর্ট চরাচরে
কেন আজ কবিতাতে হৃদয় আমার মাতে খাতা উঠে ভরে
আমার জিজ্ঞাসা আজ বাহারি কাজের সাজ জগতের ফেরে
আসামী বোঝেনি কথা জাগিয়েছি ব্যাকুলতা কথা শুধু ঘেরে
তাই যেন বারেবারে কাঠগড়া সে যে নাড়ে জবাবটি চেয়ে
আমার গানের কথা মাধুরী মিশিয়ে তথা বলি আমি ধেয়ে
গানের কথার মাঝে অপরাধ মেলি সাজে আমি বিচারক
তুলে ধরি অপরাধ জেগেছে আমার সাধ বলে উঠি হক
উকালতি করি কিবা জড়তায় ভরে জিহ্বা থেমে যায় গান
আসামী সহসা বলে আমার রাগিণী দ'লে ফিরে পায় প্রাণ
মৃদু হেসে আমি বলি অযথা উঠেছে জ্বলি পাপে নেই সুখ
আসামী জড়তা দেখে আজ দেখি উঠে চেখে করেছে কৌতুক
আমার ফটিক ভাষ্য লাগে তার অবিশ্বাস্য তাই ফিরে চায়
গানের অন্তরা আর সঞ্চারি বলেছি তার মুখ যে লুকায়
পাপের বচন বলে প্রমাণ তুলেছি দ'লে আসামী যে কাঁদে
নাটকের শেষ খেলা এসেছে তাহার বেলা মাতে ফরিয়াদে
পাপের ওজন নাশে মুখে বলে ভালোবাসে আমার রাগিণী
অন্তরে বিষের নেহ পূরায় মনের গেহ এখনো জাগেনি
অবশেষে দেই রায় বলি তারে ডেকে তায় প্রমাণ এসেছে
গানের খুনের দায়ে আসামীর মন ছায়ে সঠিক ভেসেছে
প্রমাণের ভাষ্য শুনে আসামী বুঝেছে খুনে দাঁড়িপাল্লা মেপে
জীবনের ভাষ্য হলো মানবতা জ্বলোজ্বলো উঠে সে যে কেঁপে।