মুহূর্তের কথারাশি ফেনায়িত ঢেউ হয়ে ছুটেছে সাগরে
আবার বিমূর্ত কাল এসেছে দোঁহের কাছে ফিরে;
মৌনতার দেয়াল ছিঁড়ে সাগরের গতনিদ্র ডাক শুনি ভরে
আবার এসেছি দোঁহে সাগরের তীরে।
সকল বাসনা আজ আকাশের নীলিমায় জাগায়িত হলো
গোধূলির সন্ধ্যাকাশে রক্তিম সূর্যটি মাখে ফসিল আলোক;
তার সাথে জাগে সেই চন্দ্রমার তাপ আজ হলো জ্বলোজ্বলো
কেটেছে যে দিবসের ঘোরতর শোক।
ছুঁয়েছো আমার পাণি মেদুর আঘাত করে আজ
স্বপনের ডানা ভাঙা ক্লান্ত প্রহর গেলো নিস্তেজ হাওয়ায়;
অথচ সাগর তীরে সে বাতাস করেছে বিরাজ
ছিলনা জেনেছি ভুল আমাদের দোঁহের চাওয়ায়।
সাগর শেখালো দোঁহে প্রাণের স্পন্দন মেখে সুরে
ভালোবাসা ছুঁয়ে গেছে যুগলের প্রাণে;
পরিণতি ভাবি নাই আমরা যুগলে আজ ছুটি বহুদুরে
আমাদের যুগলের ভালোবাসা দানে।