ভাবলে আমায় ভাবাও তুমি ভেবে ভেবে যাবো মারা,
জীবন চলার মানে আমার হয়নি আজো বোঝা সারা।।
পৌঁছে গেছি মধ্যকালে গান লিখেছি তালে তালে,
কলম আমার চলছে আজো কালি ফুটে লেখন দ্বারা।।
বেদন ভেদে ভাবনা আমার ভেবে চলি নিজের সুখে,
কখন মাতি দুখের জ্বালায় কখন আবার এ কৌতুকে।
মানব জীবন পূরণ করে ভাবনা ভাবি অবসরে,
কাজের মাঝে ভাবনা আসে তখন যে হই দিশাহারা।।
ভাবনা আমার জীবন সমর কেমন করে দেবো পারি,
হাতে যে নাই ঢাল তলোয়ার আসছে তবু যুদ্ধ সারি।
রেহাই তুমি দিতে পারো ভাবনা দিয়ো ভরে আরো,
যেটুক ভাবি লিখেছি তাই করছে আমায় পাগলপারা।।
বুঝতে আমি চাইছি নূতন পুরান কথার ঝুলি ভরাই,
পথের বিপুল কাঁটার স্রোতে হাঁটি আবার কাঁটা সরাই।
ভাবনা মাঝে পড়েছে ছেদ বাড়ে শুধু হৃদয়ে জেদ,
কারদ খানায় বন্দী আছি ভাঙবো কিরূপ হিংস্র কারা।।