দিনের পরশ দিনে বুলায়
রাতের পরশ রাতে,
অমন কি আর হয় কখনো
উল্টো সকল ঘাতে।।
আমার জানা হয়নি আজো,
মনে মনে গান বিরাজো,
জানিনা আর কেমন করে
দেখছি আঁখিপাতে।।
জানি আমি মরণ সে তো
নয় বহুদূর আর,
জানি আমি জীবন শেষে
দেখবো সব আঁধার।
এবার বুঝি সকল ভেজে,
আমি আমার নিজের তেজে,
মরণ এলেই উল্টো গানে
পরশ বুলিয়ে মাতে।।