মাখনের সমীরণ গায়ে মেখে চলে যারা উৎপাদিত চলাচলে
তাদের জীবন যেন ভাবনার দোর মুছে উৎসারিত ভাবাবেগে--
চলছে অনাদিকাল চিনেনা নিজের ভাল চলছে সকলি দ'লে
গায়ের বাতাস যেন বোঝেনা তাদের হাল চলিতেছে সবে ত্যাগে।
কখনো বিষাদ আঁকে কখনো রুধির মুছে তাদের এমন চলা;
জীবনের প্রয়োজন ফুরায় না তাহাদের সুকঠোর সত্য বলা।।

অথচ তাহারা জানি অধুনা অবহেলিত রাখেনা কেউ সে খোঁজ
বিষাদের ছায়া মুছে নিজের সঞ্চালনের কথা চলে তারা বলে;
তাদের অন্তর যেন এক বেদুঈন প্রাণে ছুটে চলে পথে রোজ
উদাসীন মনোভাবে তাদের মনের সাথে সত্য কথাই উছলে।
তাই বুঝি দেখি সবে তাহাদের মনোরথে প্রাণ করেছে উতলা;
জীবনের প্রয়োজন ফুরায় না তাহাদের সুকঠোর সত্য বলা।।

যখন দুর্যোগ আসে পেয়ে যাই তাহাদের চোখের সমীপে কাজে
দেশের ভালের লাগি উনিদ্র প্রহরী তারা জীবনের সুখ দানে;
তাদের গর্জনে যেন কাঁপে পাষাণের মন বল আছে মন ভাঁজে
তাহাদের আগ্রাসনে স্বৈরাচারী কাঁপে মনে সত্য ছুটে যেন বানে।
তাই অবহেলা আর নহে তাহাদের আজ তারা মুছে ছলাকলা;
জীবনের প্রয়োজন ফুরায় না তাহাদের সুকঠোর সত্য বলা।।