হরিণের চোখে দেখি হরিণের ছায়া পরে আমার চোখেতে কার ছায়া
মৃগনাভী কস্তূরীর সুঘ্রাণ ছড়িয়ে পরে চারিদিকে মৌ মৌ মাতোয়ারা;
আমার চলার পথে দেখেছি কিসের ক্ষতে মানুষ না আরেকটি কায়া
তখন চপলা ঢঙে নির্নিমিখে দেখি আমি আমার চোখেতে ছায়া খাঁড়া।
আজকে বিধুর বনে শিকার করতে এসে দেখেছি হরিণ গর্ভবতী
তারে আমি কেমনে বা করবো শিকার আজ মানবতা জেগে কথা কয়;
ফুলের মঞ্জরী আজ কিসের অধিক ঘ্রাণ জাগিয়েছে আপনার ক্ষতি
তখন দেখেছি আমি হরিণের পেটে চেয়ে বলি নিজে আজ আর নয়।।

মানবিক বোধ জাগে আবার ফিরেছি কাজে বিধাতার আয়োজন দেখে
শিকারের নেশা যেন লেগেছে আমার মনে বনের গহনে চলি ছুটে;
তখন পিছন পানে ঘাসের উপরে পায়া দেখি আমি কে আসে যে চেখে
পেছনে দেখেছি আমি আমার যমের দূত সিংহের চলনে শক্তি লুটে।
দেখি অতিক্রম করে আমার বিশাল ছায়া ছুটে চলে হরিণের দিকে;
বিধাতার জন্য বুঝি হয়েছি উছিলা আমি করেছি সিংহের থাবা ফিকে।।