তোমায় আমি ভালোবাসি জানি
গ্রাহ করো এই অপরাধ
মানুষ আমি ভ্রান্তি ভরা মানি।
চলার পথে কত দেখি নারী,
তাদের চোখে প্রেম রয়েছে ভারী,
আমার জীবন একলা জীবনধারী
বক্ষে আমার রয় বেদনার গ্লানি।
তোমায় আমি ভালোবাসি জানি।

সাগর যেমন সদাই জেগে থাকে
তেমনি আমার প্রাণের ব্যথা
তোমায় শুধুই নিত্য করে ডাকে।
ঘুমিয়ে গেলে স্বপ্ন দেখি বাজে,
সকল ব্যথা সইতে পারি নাযে,
ভাবনা আসে আমার প্রতি কাজে
হৃদয় মাঝে হয় যে হানাহানি।
তোমায় আমি ভালোবাসি জানি।

ফুলের দিকে অলির ঘোরা দেখে
আমার হৃদয় তোমায় নিয়ে
হৃদয় হরণ সব কবিতা লেখে।
কাব্য খাতা খুলে রাখি ভুখে,
কাব্য এলে লিখে রাখি সুখে,
আমাকে যে কেউনা আবার রুখে
লিখে রাখি সকল কানাকানি।
তোমায় আমি ভালোবাসি জানি।

তরীর মাঝি যেমন আগলে রাখে
নিজের তরী করে রক্ষা
হোক সে সাগর কিবা নদীর বাঁকে।
তেমনি তোমায় মনের মেদুর ঘরে,
আগলে রাখি আমি আপন করে,
দিয়না গো ব্যথা আমায় ভরে
তুমি আমার মনের তরীর পানি।
তোমায় আমি ভালোবাসি জানি।

সূর্য যেমন চাঁদকে আলো দিয়ে
জাগায় নিতি প্রতি রাতে
দেয় সে দ্যুতি চাঁদের বুকে নিয়ে।
তেমনি তোমায় উজাড় করে ভাসি,
তেমনি তোমায় আমি ভালোবাসি,
যেতে আমি নারি সমুখ আসি
কিরূপ নেবো নিজের বুকে টানি।
তোমায় আমি ভালোবাসি জানি।

সূর্যমুখীর মতন তোমার মুখে
দ্যুতি ছাড়া মুখ লুকিয়ে  
আছো কি গো মনের খিন্ন দুখে।
হয়নি জানা সেই কথাটি আর,
চোখে দেখি কেবল যে আঁধার,
পাইনা খুঁজে আমি তোমার পার
ভিনদেশীতে তোমার আবাসখানি।
তোমায় আমি ভালোবাসি জানি।