তোমাকে দেখেছি আমি চোখের সম্মুখে জানি তোমাকে দেখেছি অগোচরে
তোমাকে দেখেছি আমি হৃদয়ের দ্বারা বেগে তাই গান তুলি নিজ স্বরে।
বাসনার রঙ চিনি তোমাকে দেখার পরে আমি
আলোকের সাথে আমি চিনেছি যে আঁধিয়ার যামী;
গড্ডালিকা প্রবাহের মত করে
দু'চোখ বুজেছি আমি তোমাকে স্মরণ করে আপনার নিজ গান স্বরে
তোমার ছবিতে হাসি গিয়েছি যে ভালোবাসি মিঠে আনারস হাস্য
তাই লিখে গেছি ভাষ্য।

ছবিতে জেনেছি আজ সত্যিকারের মানুষ ফোটেনা আপন সুর তানে
তোমাকে বেসেছি ভালো আমার সকল গানে
চৌদিকে দেখেছি ভাটা উজানের লাগি আজ তোমাকে ভেবেছি আমি
নিকষ আঁধার বুকে হাতড়ে হাতড়ে আমি নিজের সরণি নামি।
বিবশের কারাগারে বন্দীত্ব বরণ করে অবমুক্ত করেছি যে মন
তোমাকে পেয়েছি বলে এ আমার আয়োজন;
বিষাদিত পথের ধূলি জাগালো বিশ্বাস প্রাণে কাঁপিয়েছে আজ বেলা
তোমাকে দেখেছি বলে সয়েছি সকল আমি পাষাণের মন্দ খেলা।

তোমাকে দেখেছি আমি অরুণ প্রাতের তরে উদ্ভাসিত আলোকের ধারা
তোমাকে দেখেছি আমি সন্ধ্যার এ ইন্দ্রজালে হয়েছে সকল নিজ সারা।
তোমাকে দেখেছি আমি ঘুমে কিবা জাগরণে;
তোমাকে দেখেছি আমি কবিতা লিখার বেলা আমার আপন মনে।
তোমাকে দেখেছি আমি তোমার হৃদয়ে থেকে তোমার ফটিক মন
তোমাকে দেখেছি বলে পারিনি যে ছুঁতে আর আয়োজন;
শুধু দেখিনি তোমায় চামড়ার চোখে আমি নির্মোকের মাখা মুখ;
ভুলে যাই বারেবারে আবার ফিরিছো মনে এ আমার একান্ত অসুখ।