উত্তাল সাগর বুকে
চলতেছিলাম আমি নাবিক চরম ধুঁকে ধুঁকে;
আমার ছোট তরী
দেখালো আজ আমায় চোখে কেবল বিভাবরী।
বলছি সাগর পানে চেয়ে
শান্ত হতে সাগরকে আজ সলিল আসে ধেয়ে
কে শোনে কার কথা
আমার মনে জাগে শুধু বাঁচতে ব্যাকুলতা।
আবার আমি ফিরে যে চাই
কাছে দেখি সহায় যে নাই
কোথায় পাবো আজ
পারের দেখা দেখছিনা আর কঠিন কারুকাজ।
কোথায় পাবো নিজের তীরে
দেখছি আমি ফিরে ফিরে
উত্তাল সাগর দেখায় আমায় ঝড়
লাগছে ভয়ঙ্কর;
কোথায় আজ বিধাতা ডাকছি তাঁরে বেগে
শোনেন না যে আমার ডাকা আছি তবু জেগে।
ডাকছি যতই তাঁরে আমি
ততই দেখি নামছে যামী
করাল সাগর বুকে
দেখে আমার হৃদয় আজকে পোড়ে যে অসুখে;
তখন আমার সহায় শেষে
চিন্তা চলে নিরুদ্দেশে
বাঁচতে হবে আজ
কঠিন বিপদ এসেছে আজ মাখি শঙ্কা তাজ।
নেই যে পারের দেখা
কোথায় পাবো আজকে সহায় হলো আমার শেখা;
হৃদয় আমার থির হলনা আর
দেখছি চোখে নিগূঢ় অন্ধকার
সীমার মাঝে পাইনা যে তীর
পাইনা আমি মন যে অথির
কোথায় ধাতা আজ
অথির মনে ভুলে গেছি ধাতার কারুকাজ।
অবশেষে মনকে বলি
উঠোনা আর অচঞ্চলি;
মনকে বলি হতে থির
জয় পেতে হায় থির হৃদয়ে হতে হবে বীর।
ধাতা থাকেন মনের তরে
আছেন তিনি অগোচরে
থির মনেতে ডাকি
কেমন করে ধাতা দিবেন ফাঁকি।
ধীরে ধীরে সাগর দেখি
শান্ত হলো নয় যে মেকি
শোনেন ধাতা আমার মনের কথা
জাগে ব্যাকুলতা।
বুঝতে পারি সকল হলো আজকে থির হৃদয়ে
সব পাওয়া যায় একটু সবুর সয়ে।