তোমার কোথায় ঠাঁই হয়েছে
কোন সে সাগর পারে,
আমার তো নাই কোন যে ঠাঁই
আছি শ্বাপদ দ্বারে।।
চাওয়া পাওয়ার হিসাব মিলাই
আমি শুধু তোমাকে চাই,
পাইনি কিছুই পাইবা নাই পাই
ভুবন অলংকারে।।
দাঁড়াতে হে পারিনা আর
শুধুই ডুবে মরি,
নিজের হালে নেই জানি জোর
সে হাল বলে ধরি।
ডোবার মাঝে যে সুখ পেয়ে,
উঠছি আমি ভীষণ গেয়ে,
সেথায় আছো তুমি ছেয়ে
মনের অহংকারে।।
আমার ভাসা আমার ডোবা
কেবল তোমার লাগি,
কুণ্ঠা আমার ছিলো বা আর
এখন গেছে ভাগি।
আশার বাতি জ্বলছে বলে,
মিশিনা আর মারের দলে,
যাবো আমি সেথায় ছলে
যেখা দাঁড়াও ভারে।।
আমার পালে বাতাস বয়ে
গান শুনিয়ে চলে,
জানিনা আর কেন ভাসি
আবার ডুবি জলে।
ডোবা ভাসা এই জগতে,
আছে জানি বিপুল স্রোতে,
দাঁড়িয়ে রবো ভুবন ক্ষতে
চোখের অশ্রুধারে।।
যেখানে হে তোমায় মিলে
সেখানে ঠাঁই চেয়ে,
জানি আছে সকল খানে
ঠাঁই তোমারই ধেয়ে।
তোমার সনে দাঁড়াতে হায়,
চলছে আমার ভাঙা এ নায়,
তোমার কান্ত পারেরি সায়
মাখা নাই আঁধারে।।
তাই খুঁজেছি আলোর রেখা
আমার চলার পথে,
জীবন গানের সহজ বিষয়
ভাসে পথের স্রোতে।
করাল লহর আছড়ে পড়ে,
উঠি আমি ভীষণ লড়ে,
তোমার সনে ঢেউয়ে চড়ে
তোমায় পেলাম ধাঁরে।।