একলা থাকার উপাত্ত আজ কষছি আমি জেগে,
রাত পোহালো তখন আমার ঘুম এসেছে লেগে।।
সারা রাতের ধকল পেয়ে বিতৃষ্ণা আজ উঠে ছেয়ে,
পারিনা যে রাখতে মেলে আমার দু'চোখ বেগে।।
তখন বুঝি এসেছিলে আমার বাগের কূলে,
দুপুর বেলায় ঘুম ভেঙেছে উঠি ঘ্রাণে দুলে।
চোখ মেলেছি রোদের সনে কি জানি কি আসে ঘনে,
বুঝতে পারি বেলা শেষে ছাড়লে আমায় ত্যাগে।।
তবু আমি ঘ্রাণের চোটে ছুটি আমার বাগে,
সেথায় দেখি অসময়ে সকল কুসুম জাগে।
ফাগুন যে আর এলোনা হায় তবু দেখি ফাল্গুনী ধায়,
বুঝতে পারি তোমার কৃপা পেয়েছি হে মেগে।।
আমার সকল রাত জাগা তাই হয়নি বৃথা আজো,
রাতের কাজে ফুল ফুটেছে ফুলেই তুমি বাজো।
দুঃখ আমার ছিল কি আর সুখের স্রোতে ফুলের পাথার,
ঢেউ খেলেছে তারার মতন বিতৃষ্ণা যায় ভেগে।।