আমাকে করেছে বিদ্ধ হলো কথা প্রতিষিদ্ধ তোমার সে পরিচয়
জানেনা বলেছে কেউ শুধু জানে জাগা ঢেউ তোমার সে জাগরণ;
আসনে বসেছ আজ মেখে নিজ কারুকাজ জেগে উঠে এই মন
তখনি মানুষে বলে আমার কথাটি দ'লে প্রশ্ন সেই আর নয়।
জবাব চেয়েছি পাছে নিজের মনের কাছে পাইনি উত্তর আজ
সাগরের মতো নয় মানুষের পরিচয় জানি শুধু তুমি সেই;
কেঁপে উঠে খুব ঢের পেয়েছি আজিকে টের তবু তুমি নেই নেই
উত্তর খুঁজেছে যারা মানুষের কাছে তারা মেখেছে ভ্রান্তির সাজ।।

তোমার সম্পর্ক নিতে খুঁজেছি আমার মিতে আমার বেদন চলে
কোথায় তোমার লোক পেয়েছে তোমার বাণী নাকি সব বানোয়াট;
আমিও চলছি আজি ধরেছি নিজের বাজি চেনা সেই রুগ্ন বাট
পারিনা ভ্রান্তির ভয়ে করে নিতে কথা জয়ে তাদের কথাকে দ'লে।
আজ তবু মন বলে তোমার বাণীর ছলে বলে গেছে লোকে মিছে;
আমায় আমার কথা জাগিয়েছে ব্যাকুলতা জানিতে রয়েছি পিছে।।