আবিল ছেদে গেলোনা হায়   তোমার পুণ্যবাণী,
সেথায় মানুষ আছে আরো জানি আমি জানি।।
তাদের কোথা স্বর্গ নরক    দেখায়না কেউ তাদের সড়ক,
কেমন করে বুঝবে তারাই    মন্দ ভালো টানি।।

এই জগতে তারা আসে       আবার তারাই ঝরে,
যারা পেলো বাণীর কথা      তাদের মতন করে।
তবে কিসের ঠাঁই পেয়েছে      কিসে তাদের পথ ধেয়েছে,
তাদের কোলে আসেনি হে   বাণীটি আসমানী।।

তোমার বাণীর জোর কি তবে   সমান নহে সবে,
নাকি তোমার বাণীর নামে    মাতে মিছের রবে।
বাণীর কথায় ধ্যানী ফুটে       সকল আঁধার লোকের টুটে,
ধ্যানী নামের সনে তোমার   নামের কানাকানি।।

আবিল জায়গা নেই কি তুমি  জানি সকল খানে,
তোমার চলন চলছে আজো আমার হিয়া জানে।
ফুলের সুবাস সকল স্থলে            একি রকম হৃদয় দ'লে,
তোমার বাণীর বেলা কেন  আসে মিছের গ্লানি।।