সত্য তুমি সত্য আলোক ধারা
করেছ আজ আমারে বলহীন,
মিথ্যা সকল হলো দেখি সারা
পড়ে আছে ধূলাতেই মলিন।।
সত্য তোমার দেখাতে আবার,
কিরূপ দিলে মিথ্যা এ আঁধার,
তার মাঝেতে দ্যুতি যে তোমার
করে আঁধার একবারে বিলীন।।
অথচ যার আনন চিনিনাকো
তাঁরে আমি নিলাম ভবে মানি,
নিজেকে যে বলি তাঁরে ডাকো
দেখা না হোক রয়েছে সে জানি।
তুমি আমার শেষ উপহার ভেবে,
ডাকি তোমায় আমি বেহিসেবে,
অদেখা থাক আনন চক্ষু জেবে
শুনছি তোমার আনন্দেরি বীণ।।
তুমি আমার সাগর ধারা ভাবি
আমি তোমার ক্ষুদ্র সৃজন পারে,
সত্য তুমি এই তো আমার দাবি
বলছি তোমায় সকল স্বীয় ধাঁরে।
নিভে যাবে আমার আলো সবি,
আঁকা রবে শুধু অতীত ছবি,
গানগুলো সব হোক নাহি ভৈরবী
আমি ক্ষুদ্র সাগর মাঝের মীন।।
সত্য তুমি মিথ্যা তোমার নাই
মিছের দাবানলের আগুন নিবে,
তোমার আলো আমি পেতে চাই
সে আলোতে আমাকে ঠাঁই দিবে।
চোখের শার্শি মেলে রাখি ভুখে,
দিওনা আর আমাকে হে রুখে,
আশা আমার জাগে শুধু সুখে
সত্য আলোক আমি পাবো ঋণ।।