কাগজের মুদ্রা আজ চালক আসনে বসে হয়েছে পৃথ্বীর ধাতা
তাই বুঝি লোকে ছোটে মুদ্রা আহরণ করে অবাঞ্ছিত কর্ম করে;
ঘুষ, সুদ কিবা সেই কালো টাকা আয় করে লাগে টাকা দ্রুম পাতা
শিখেছে দুর্নীতি আজ সেই শিশুকাল হতে নীতির স্খলন ভরে।
অথচ পৃথিবী আজ এসকল অজাচারে পূর্ণ করে তোলে তিথি
লাগেনা নীতির কথা তেমন সুখের আর চূর্ণ করার নেশায়;
বুনেছে সকলে দেখি নিজের তাগিদ মেখে বোঝেনা সে যে অতিথি
তাই পৃথিবীর মোহে উঠেছে সকলে দ্রোহে করে দুর্নীতি পেশায়।।

যারা আজো টিকে আছে নিজের নীতির তলে অসহায় সেই প্রাণ
নীতিকথা আর জানি পায়না সঠিক দাম তুচ্ছ করে চলে লোকে;
জীবনের তাড়নায় পোশাকের ভাবনায় লাগিছে কড়িতে টান
অভাবের প্রাণ শুধু খুঁজে চলে অর্থ কড়ি পড়েছে মানুষে শোকে।
তাদের মাঝারে যারা আজো আছে নীতিবান রয়েছে বেদনে গতি;
আমার নয়ানে মাখি তাহাদের নিজ বেগে তারা সমাজের সতী।।