তুমি যখন ভেজাও আমায় উঠি তখন ভিজে,
স্বপ্ন কাতর হৃদয় আমার স্বপ্ন দেখি নিজে।।
আঁকি কত তালবাহানা কেউ করেনা আমায় মানা,
তোমার কথা স্মরণ রাখি কিরূপ ভুলি কিযে।।
ধানের চারা বপন করি ফলবে ভাবি ফসল,
সেচের কাজে রত আছি হাসবে বলে অতল।
অথচ সেই ধানের চারা বাড়েনা হই দিশেহারা,
ব্যথায় কাতর চক্ষু দেখে খুঁতেই ভরে বীজে।।
স্বপ্ন আমার ভেঙে চলে ভাঙা তীরের মতো,
হৃদয় মাঝে ছড়ায় কেবল ভবের খিন্ন ক্ষত।
যখন ধানের কাটার বেলা মরা ধানে খেলে খেলা,
তবু যেন আবার আমি ধান বুনে যাই লিজে।।
অমন করে বিনাশ আঁকি স্বপ্ন জয়ের তলে,
উঠি আমি তোমার নামে নতুন করে জ্বলে।
আবার আমি বুনছি সুখে আশায় বাঁধি সবি রুখে,
চেয়ে থাকি আশা চোখে ছায়া পেয়ে সিজে।।
অমন করে অবশেষে দেখি দু'চোখ মেলে,
নানান রকম ধান ভরেছে স্বীয় ছায়া ফেলে।
ছুটে চলি ক্ষেতের আ'লে ধান নাচিছে মুগ্ধ তালে,
বায়ু ধানের গায়ে চলে লাগে যে গিজগিজে।।