অঞ্চলে যার নিনাদ তোলে ব্যপ্তি কিসে আসে তারি,
ভাবনা আমার আসে শুধু করে আমার হৃদয় ভারী।।
সীমারেখা নিজে গড়ে
সেখানেতে কেবল লড়ে
বিজয় পেলে ভাবে বিরাট ছোট সীমায় অহংকারী।
ভাবনা আমার আসে শুধু করে আমার হৃদয় ভারী।।

অথচ যার চোখের পটে ভাসে বিশাল আকাশ জানি,
তার নিকটে এসেছে হায় জানি আমি বিশাল বাণী।।
পারেনি আর হতে উদার
খুলেনি তার মনেরি দ্বার
মেখেছে সে কেবল আঁধার দেখেনি সে আলোক টানি।
তার নিকটে এসেছে হায় জানি আমি বিশাল বাণী।।

জীবন তাহার কেটে চলে ক্ষুদ্র পরিসরে থেকে,
আমল তাহার হয়না বিমল উদার হবে কিরূপ ডেকে।।
সীমারেখার ভেতর প্রাণে
চায়না সে যে দূর আসমানে
ভাবে কেবল জগত কথা আশেপাশের মানুষ হেঁকে।
আমল তাহার হয়না বিমল উদার হবে কিরূপ ডেকে।।

মৃত্যু এলে মরে সে যে অঞ্চলে যার প্রীতি আছে,
নিজ অঞ্চলে সে যে বিশাল ক্ষুদ্র সে যে ধাতার কাছে।।
সারা জীবন করে শোষণ
মনে তাহার একি পোষণ
বোঝেনা সে ধাতার কথা বাণী কঠিন লাগে পাছে।
নিজ অঞ্চলে সে যে বিশাল ক্ষুদ্র সে যে ধাতার কাছে।।

ব্যাপ্তি সুখে হয়না কাতর জানেনা সে কিসেতে সুখ,
রচনা তার হয়না বাড়া দেখেনা সে আকাশের মুখ।।
অঞ্চলে তার জীবন গেল,
ভাবেনা সে কিবা পেল
আকাশে যে সুখের আসর মাখেনা সে তাহারি ভুখ।
রচনা তার হয়না বাড়া দেখেনা সে আকাশের মুখ।।