পথ খুঁজেছি পথের ছায়ে ছিলো আমার পথের স্মরণ,
জানা ছিলো পথের বুকে কোথা পাবো আমার শরণ।।
তবু যে আজ হারিয়ে ফেলি    আলোর পথে আঁধার মেলি,
তাকিয়ে থাকি ধরা চোখে তাড়িয়ে চলে আমার মরণ।
হারিয়ে ফেলি পথের বাঁকে যেথা ছিলো আমার শরণ।।

বলতো সবে আমাকে হায় সোনার হরিণ আমি নাকি,
অথচ হায় যায় চলে কাল আছে কি আর সময় বাকি।।
কেউ কি জানে নিজের কথা      জাগে জানার ব্যাকুলতা,
এতো দিনে এই পথে হায় চলছি আমি বুঝতে ধরন।
হারিয়ে ফেলি পথের বাঁকে যেথা ছিলো আমার শরণ।।

পথের বাঁকে হাঁস পাড়ে ডিম সোনার হাসে সোনা মেখে,
আমার চোখে দিলো ধরা উঠিনা আজ তবু চেখে।।
দূরে সরে থাকে সে হাঁস          ডাকে কেবল মৃদু আভাস,
বুঝতে পারি তার কাছে যে আমি হরিণ সোনার বরন।
হারিয়ে ফেলি পথের বাঁকে যেথা ছিলো আমার শরণ।।

যার নামেতে আমি চলি যার জোরে হায় চলছে ছোটা,
সে ছাড়া আর কাছের মানুষ দিচ্ছে আমায় শুধু খোঁটা।।
দেখিনা হায় তাঁরে চোখে       বিপুল স্রোতে বিপুল শোকে,
হচ্ছে কেবল আমার মনে ভালোবাসার বিপুল ক্ষরণ।
হারিয়ে ফেলি পথের বাঁকে যেথা ছিলো আমার শরণ।।

আজ বুঝেছি যৌবনে সব লাগে জগত রঙিন বিশাল,
তাই প্রেয়সীর চোখে আমি সোনার হরিণ রয়েছি ভাল।।
বয়স আমার হলে ভীষণ     পুড়বে জীবন করছি পোষণ,
সোনায় পুড়ে আরো খাঁটি হবে জানি প্রাণের চরণ।
হারিয়ে ফেলি পথের বাঁকে যেথা ছিলো আমার শরণ।।

অবশেষে চলতে পথে পেয়ে গেছি ঠিকানা তার,
আমার আবাস আমার কাছে লাগছে দেখি নব আবার।।
সকল কিছু আছে একি    লাগছে সকল তবু মেকি,
সোনায় মোড়া ছিলোনা যে আজ দেখেছি সোনার ভরণ।
পেলাম ফিরে পথের বাঁকে যেথা ছিলো আমার শরণ।।

চাইনা শুধু সোনার হরিণ চাইনা শুধুই সোনার রাশি,
চাইছি আরো তাঁরে পেতে যে দিয়েছে জীবন হাসি।।
সোনার আছে মূল্য আবার    অমূল্য ধন সে যে আমার,
তাঁরে পেলে জানি আমার সোনার আলয় পূর্ণ করণ।
পেলাম ফিরে পথের বাঁকে যেথা আছে আমার শরণ।।