রৌদ্রোজ্জ্বল কান্ত নেহ মাখে দেখি বাগ্ময়তা পৃথিবীর বুকে
কৌতূহলে বশীভূত করেছে আমার মন এ কিসের আলো;
আকাশে ফাল্গুন আজ জানালো আভাসে সায় ফুটন্ত কিংশুকে
সুদূর নীলিমা তটে দেখেছি সফেদ মেঘে আজকে মিলালো।
এমন আকাশ পানে চেয়ে থাকা যায় জানি চাতকের চোখে;
দেখেছি তখনি আমি আমার পৃথ্বীর বুকে নারী ওরে তোকে।।

ফিরিবার পথ নাই আমি যে সীমান্তে পাই নারী
বেহুদার বাণী দেবো ভালোবাসা আজ যেন হলো উৎসারিত;
ঝরিছে হৃদয়ে সেই অজানার বারি
অন্ধকার প্রাচীরের ভেদে আজ দেখি আমি মুখ আলোকিত।
তখনি দেখেছি আমি তোর জ্যোতি মাখা মুখ সীমান্ত আলোকে;
আঁধার কাটিয়া গেছে অমন জ্যোতির খেলা দেখিয়েছে তোকে।।

সারাটি দিবস শেষে আবার এসেছে সাঁঝ আজ
সম্মুখের গোধূলির খেলা দেখি আমি শুধু চোখের দু' কোণে;
তখনি চাঁদের মোহে ম্রিয়মাণ হলো নারী নিজ কারুকাজ
আমার হৃদয় তাই পেয়েছে কি পায় নাই তবু তোকে বোনে।
হারিয়েছি বুঝি আমি আমাদের হিন্দোলের প্রেম খরা শোকে;
চাঁদ জানি দূরে আছে তুই এসে ছুঁয়ে চল দেখিবো যে তোকে।।