যার হাতে তোর অমা ভাতি তাঁরেই ঘাতিস জোরে,
বাঁধলিনা মন আপন হতে আপনকে আর ডোরে।।
মর্মভেদী দুখের কথা           ক্ষণিক জগত ব্যাকুলতা,
নিয়ে মাতিস নিজ দ্বারা হায়  চিনতে নারি তোরে।।

বেঁচে আছিস এই জগতে বেঁচে থাকার ছলে,
ডাকতে ভুলে গেলি রে ডুব দিলিনা তাঁর তলে।
অমা এলে সব স্বাভাবিক       জ্বলে নভে জ্বলন্ত ঋক্ষ,
দিবস মাঝে জ্বলছে রবি           দেখিস সুকঠোরে।।

তারপরও তোর হয়না হায়া ঘাতিস নিজের সুখে,
তুফান সমান আঘাত পুষিস দিতে তাঁরেই রুখে।
কালের ক্রমে দেখবি সবি    রইতে বেলা আঁকিস ছবি,
সূর্য লুকায় রাতের মাঝে    আসলে দেখিস ভোরে।।