আমার যখন টাকা ছিলোনা
তখন আমার এক জোড়া জুতা ছিলো; ছেঁড়া।
আমার যখন টাকা হলো তখন একজোড়া জুতা কিনলাম,
তারপর আরেক জোড়া,
আবার আরেক জোড়া,
পুনঃ আরেক জোড়া।
অবশেষে আমার এতো জোড়া জুতা হলো যে
কোনটা ছেড়ে কোনটা পরবো বুঝতে পারিনা।
সময়ের পরিক্রমায় হারিয়ে গেলো জুতা পরার সাধ।
এখন নুতন জুতা সাজিয়ে রাখি জুতার র্যাকে।