আমি চাঁদে যাবো বলে ঠিক করলাম;
কিন্তু সেখানে গিয়ে দেখি
আমার ওজন কমে গেছে।

তাই আমি পৃথিবীতে ফিরে এলাম
সেখানে আমি নিজের ওজন
পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি।