স্বমেহন করে চলে ক্ষুধার সাম্রাজ্য দেখে আয়ত লোচন
আহারের সুখটুকু দেখে দেখে মিটে কিবা ক্ষুধা আরো বাড়ে;
দিগম্বর দেহে প্রায় হাড়ের কঙ্কাল মিশে চর্মসার মন
আবর্জনা মেখে খায় দুর্ভিক্ষের প্রাদুর্ভাবে প্রাণ শ্বাস ছাড়ে।
অথচ পাশের সেই সুবিশাল অট্রালিকা মাখে মরীচিকা
খাবারের অপচয় দেখেছে দরিদ্র প্রাণ উচ্ছিষ্ট আহারে;
ভেতরের ঝাড়বাতি দিয়েছে আলোক মেখে আছে যবনিকা
অথচ বাহিরে তার দিবসের আলো মেখে ক্ষুধা মাখে দ্বারে।।
সাম্রাজ্য মেখেছে সুখে দেশের হালের নীতি ধনীদের দিকে
করেছে কায়েম রাষ্ট্র নিজের চোখের মায়া মেখে ইন্দ্রজালে;
দেশের নেতারা সবে নিরত রয়েছে আজ ভেঙে রঙ ফিকে
আসল রঙের খেলা বোঝেনি অবলা প্রাণ ক্ষুধা মাখে তালে।
তাদের আহার মূল্য দেয়না কেউতো আর নিজ স্বার্থ ভুলে;
তাই করে স্বমেহন দূর থেকে দেখে খাদ্য নাহি পায় ছুঁলে।।