সমাজের আরশিতে পাংশুটে আনন আঁকা বিষাদের চিহ্ন করে ভারী
আপনার লেলিহান শিখা জ্বলে নির্লজ্জতা মেখেছে মানুষে আজ সুরে;
নগ্নতায় শুনি আমি আধুনিক এক নামে চোখের দেখাতে সয়ে নারি
তাই আজ হৃদয়ের কথাগুলো উৎসারিত এসেছে জাগিয়া মন ফুরে।
আধুনিক মানে আজ শরীরের পিপাসায় কাতরানো নর নারী প্রাণে
ফিরেছে সকলে ঘরে ক্লাবের নিশান ভরে রাতের পার্টিতে করে ফুর্তি;
তাই আজ মনে হয় লোকেদের অভিনয় চেয়ে দেখে আছে আসমানে
পাপের ওজন মেপে মানুষে চলেনা আর হয়েছে তাদের সুখ পূর্তি।।

সমাজের আরশিতে তাই আজ ভাবাবেগ চলে শুধু বিপরীত স্রোতে
আবার তারাই দেখি ধর্মের দোহাই দিয়ে করে চলে নষ্ট রাজনীতি;
কোথায় মানুষ আজ সকলে রোবট দেখি ক্রমশ চলিছে নিজ পথে
কবিরা আজকে তবু অতীত বাহক হয়ে দেখালো নিজের কাব্য প্রীতি।
সমাজের চোখ বুঝি ভূষণ ছাড়িতে চায় বেহায়া চলিতে চায় নিজে;
আরশির বিষাদের কথা তোলে কবি সবে অথচ তাহারা নাহি ভিজে।।