ভঙ্গুর এ সমাধির বক্ষ থেকে কফিনের লেলিহান লাশ
আশেপাশে সব দেখি ধূর্ত শেয়াল কুকুর উৎ পেতে থাকে;
লাশের চিহ্নটি মুছে দিতে চায় তারা সবে করে হাঁসফাঁস
শকুনের থাবা যেন ক্ষুধার্ত রয়েছে আজ লাশ তারে ডাকে।
অথচ তাদের যেন হয়না আহার আর কফিনের দ্বারা
ভেঙে দিতে চেয়ে তারা কামড় বসায় সেই কফিনের গায়;
খাবারের ভুখা নিয়ে করে অমঙ্গল তারা ভেঙে গোর কারা
মানুষের কি খবর আছে সে দিকে খেয়াল লাশ নিরুপায়।
সমাধির বুকে যেন আবার কফিন বসে কফিনের 'পরে
গলিয়ে দিয়েছে মাটি আবার কফিন দিবে নতুনের লাগি;
আবার সেথায় দেখি নতুন কফিন বসে সমাধির তরে
কুকুর, শেয়াল কিবা শকুনের খোঁজ চলে দিবারাতি জাগি।
এই বুঝি সমাধির বাসিন্দাদের খবর কেউতো রাখেনা
সমাধির বুকে তাই চলে বাসি আহারের ক্ষুব্ধ আয়োজন;
অনড় লাশের মজা শেয়াল কুকুর বোঝে মানুষে মাখেনা
জানাজা নামাজ শেষে ভুলে যায় সব লোকে ভুলে যে আপন।