সকলে সমাপ্তি আসে জানি অন্তরের ভালোবাসা ছাড়া
দোর্দণ্ড প্রতাপ দিয়ে প্রেমে--
যদি কেউ ভেবে যায় নেমে
বয়সের হালচিত্র--
মেলে আসে জীবনের কোলে কালে - ফের সেই প্রাণে ফিরে
গতানুগতিক প্রাণে জানি আসে ফের - করে শুধু তাড়া।

জীবন চিনিতে তাই আজ ফিরে,
আসেনা যৌবন ফিরে,
পেলোনা যে ভালোবাসা আর
তারও জানি প্রেম দরকার
চোখের লালসা কিবা টান লাগে, হৃদয়ের করিডোরে বেগে।
অথচ বয়স নেই আমাদের দেহে থেমে, হলো আজ পার,-
নির্মোকে ভাঁজের খেলা যদি থেমে যেতো আজ তোমার আমার।
হয়তো তখন জানি রিরংসা রয়ে যেতো মনের পিছনে
রূপ আহামরি বেগে রয়ে যেতো নিজের শরীরে লেগে,
সঞ্চিত কড়ির মতো রূপ
করে দিতো আমাদের চুপ
অথচ জেনেছি মৃতবাহী আমাদের দেহ; নহে মনে।

চাঁদের রূপের মতো আমাদের কাল-কাল চলে ছুটে আজ
দেখেছি চাঁদকে আমি ফের আজো করেছে বিরাজ।
হয়তো ক্ষয়েছে কিছু কোণা তবু নেমে আসে আলো-
পৃথিবীতে রাতের নিকষ
করিয়াছে আমাদের বশ
জানি সেই ফসিলের ধারা।
আবার জেনেছি আমি প্রাণে - ফের বয়সের ওজন দুলালো-
অথচ যৌবন ছুটে যায়- বার্ধক্য এনেছে আজ আমাদের দেহে-
ভালোবাসা তবু আছে সেই আমাদের মনে মেখে নেহে।