সহস্র বছর আগে জানিনা কোন সে কবি দিয়েছে প্রাণের ছায়া
কালিদাস ছিলো নাম ফুলের মঞ্জরী শাঁখে এঁকেছিল কি স্পন্দন;
সেই কবি আত্মা আজ আমার মনের মাঝে গড়ে তুলেছে বন্ধন
তাই বুঝি এতো কাব্য এসেছে আমার মনে যেন ইন্দ্রজাল মায়া।
অতীতের ইতিহাসে রচিত হয়নি তাই --- কবিতার সংখ্যা মালা
লিখে গেছে কত কবি নিজের বেদন ছেদে কবিতা প্রভাতী গান;
করে গেছে জানিনাকো কতনা কবির লিখা আপন রুধিরে দান
বেদনের কারুকাজে ইতিহাস হলো ভারী ধরিয়ে হৃদয়ে জ্বালা।।
হাজার বছর শেষে আজকে আমার লিখা -- আপনার মহিমায়
উদ্ভাসিত হলো বুঝি অতীতের কথামালা সাক্ষর রেখেছে প্রাণে;
ফুলের কোরক দেখি হাজার বছর ধরে ফুটে চলে একই তানে
তাই কবি মন আজ পেয়েছে লিখার তরে মোহন পৃথ্বীর সায়।।
জানিনা ভবিষ্য আমি আসবে হয়ত ঢের লিখে যাবে ঢের বেশি
তাই বুঝি সঞ্চারণে আসে কবিতা হৃদয়ে কবিতার কাছে ঘেঁষি।।