জগত হাটে করবো বাজার করবো বিকিকিনি,
সেই আশাতে চলছি ছুটে যে হাট আমি চিনি।।
আশপাশে সকল লোকে    বলছে ডেকে চেয়ে চোখে,
কিসের এতো উদ্দীপনা কি বা পেলাম জিনি।।

তাদের সাথে বলতে কথা    ভেবেই আমি বলি,
পেয়েছি হায় সাতমণিহার      এবার তবে চলি।
দেখতে চেয়ে তারা বলে     ঝুলি দেখেই আমায় দ'লে,
হেসে হেসেই সবাই দেখি   করছে ছিনিমিনি।।

ব্যথা আমি পাইনা হিয়ায়  জানি বোঝে নিকো,
সবাই মানুষ বিচার করে  ভূষণ যে নাই ঠিকও।
আছে আমার মনে ধাতা     আর আছে সে মুক্তাপাতা,
হাকাবো দাম হাটে যেয়ে  মুক্তা দিলেন তিনি।।

হাটের বুকে কতো লোকে  দাম হাকালো সুরে,
মুক্তা দেখে সবাই দেখি     আসছে থেকে দূরে।
অবশেষে সঠিক দামে       পেলাম মূল্য আমার ধামে,
ফিরে আসি নিজের ঘরে    হই তাঁহাতে ঋণী।।

ঘুমের রেশে এসেছিল         অমন মধুর স্বপন,
হয়ে যাবো বিরাট ধনী         স্বপন  করি বপন।
তা বলে যাই নিজের মাঠে     মাটি খুঁড়ে পেলাম বাটে,
মুক্তা আমার মিলে গেল মাঠ দিয়েছেন যিনি।।