আমার আছে আছে সীমা অন্তরে কি বাহির পানে,
তোমার জানি সীমানা নেই আমার হৃদয় তা যে জানে।।
সেই ভেবে পথ চলি আমি    তোমার সৃজন মাঝে নামি,
চৌদিকে যার প্রাচীর আঁকা রয় চেয়ে সে দূর আসমানে।।
তোমার সাথে হয়নি দেখা দু'চোখ জানে না সে আবর,
জনম ধরে আশা বাঁধি দেখবো তোমায় কাটি জাবর।
অথচ চোখ সীমায় দেখে    পারেনা আর ভাঙতে চেখে,
ভাবে কেবল হবে দেখা এই জগতেই আপন প্রাণে।।
জীবন মাঝে দাওনা ধরা সীমানাতে তোমার বেলায়,
সুখ দুখের এ মরীচিকায় বাঁধো আমায় তোমার খেলায়।
আমি ভাসি তোমার নায়ে    চাইনা তেমন ডানে বাঁয়ে,
তোমার সাগর লহরী দেয় গান শোনালো আপন তানে।।
অথচ যার সীমানা নেই সীমার মাঝে কিরূপ দেখি,
তাই চাওয়া সব আমার এখন লাগে ভীষণ রকম মেকি।
আমার সীমা আলোর দ্বারা    মেপে আমি হলাম সারা,
তাই দেখিনি তোমার দ্যুতি যা দেখেনি কেউ হে বানে।।
তোমার অসীম সীমার মাঝে আসর বসে দিব্যলোকে,
সুখের লহর কেটে গেলে পড়ি আমি প্রবল শোকে।
সীমার মাঝে আছে জানি    সুখের সাথে দুখ কাহানী,
তোমার অসীম সীমার মাঝে আনন্দ বয় সকল খানে।।
তাই বুঝেছি দেখবো তোমায় মৃত্যু এলে ধরা দেবে,
তখন তোমায় দেখার ছলে আঁকবো পুলক বেহিসেবে।
সীমানা আর রবেনা হায়    মাটির শরীর পচবেনা তায়,
দেখবো আমি ত্রিদিব শুধুই সেই আশাটি বুনছি গানে।।