শুন্য তোমার থেকেই আসে পুণ্য কেন নহে,
অবিচারের এই পৃথ্বীতে অঘের আগুন বহে।।
আমায় দিলে কিবা আবার    চোখে শুধু দেখি আঁধার,
আগুন দ্বারা ভরলে হৃদয় তাই বুঝি তা দহে।।

নিজে পুড়ে হয়েছি খাক পরের ঘাতে দেখি,
কেমন করে বলি তাদের এই পৃথিবী মেকি।
তাদের কাছে লজ্জা মাখি    মেলেনা আর তারা আঁখি,
মুদিত চোখ তাদের দেখি মিছে কথা কহে।।

আঘাত হানে শুন্য আমায় কিবা পেতে আর,
বুঝিনি আর আজো আমি দীক্ষার অন্ধকার।
দিলে বুঝি আমায় শিক্ষা      তাই করেছো এই পরীক্ষা,
তাই বুঝি হে এতো অগ্নি আমার হৃদি সহে।।

আবার নাকি পোড়াবে হে ঐ পৃথিবীর দিকে,
তা যদি হয় স্থান দিয়ো দূর আকাশের ঋক্ষে।
তখন সবি মেনে নিয়ে       জ্বলবো আমি ঋক্ষে গিয়ে,
মানুষ আমায় দেখে তখন বলবে জ্বলে রহে।।