আমার বলে যা ভেবেছি নেই যে কিছু আমার,
তাই দেখিনা মহাসংকট দেখিনা আর পাথার।।
সকল কিছু জমিয়ে তুলি আমার ধনে উঠছে দুলি,
পুন ভাবি এসব নহে আমার জ্ঞানের আধার।।
তাই খুঁজেছি তোমায় সুখে সকল পেয়ে আমি,
খুঁজে চলি নিজের বেগে আমার দিবস যামী।
তার সাথে যে চলে কর্ম মেনে চলি মানব ধর্ম,
দ্যুতি ভাসে ক্ষণে ক্ষণে আবার ভাসে আঁধার।।
জানি শেষের গানটি বাজে রইবেনা আর কিছু,
অযথা তাই ছুটছি কাজে ছুটছি কড়ির পিছু।
পারবনা যে নিতে সনে ভাবি আমি আপন মনে,
সকল কিছু তোমার ছিল; রবে জানি তোমার।।