আমাকে আগুন দিলে দিলেনা শীতল করে ঢালিতে শরীরে পানি
আগুনের শিখা যেন আমায় পোড়ায় শুধু তোমার আদেশে আজ;
পৃথিবীর বুকে সেই আগুন মেখেছি আমি মাখিনি শীতল বাণী
পড়িনি আগুন কথা ছিলনা যে ব্যাকুলতা মাখি তবু অগ্নি কাজ।
লেলিহান শিখা দেখি আলেয়ার মত ছুটে জিহ্বা দেখালো আমারে
পোড়াতে শিখেছে শুধু নিভাতে দিলেনা কিছু পুড়ে পুড়ে আমি খাক;
দুখের আগুনে পুড়ে আজন্ম হয়েছি আমি ব্যথিত দুখের ভারে
তাই আজ সুখ পেলে বুঝবোনা তার ছায়া বলি যাক চলে যাক।।

ব্যথিত প্রাণের দেশে সুখের আবেশ এসে মিছে দিয়েছে সান্ত্বনা
সুখের পায়রা উড়ে আমার আকাশে দেখি ক্ষণেকের লাগি আসে;
ফিরে যে আবার দেখি সুখের পায়রা ম্লান  তুলেছে আগুন ফণা
তাই বুঝি ব্যথা দান আমাকে আকুল করে আগুনকে ভালোবাসে।
বছর ঘুরিয়া জানি এসেছে ফাল্গুন ফিরে আমার ফাল্গুন নাহি;
সকলের সাথে মিশি হাসি আমি দিবানিশি ব্যথা আমি চুপে গাহি।।