সবুজের বুকে আজো জ্বলিতেছে রক্তে খেলা দেখি শয়তান নৃত্য
ক্ষমতাসীন হবার আকাঙ্ক্ষা তাদের উচ্চ দেশ লাগি নেই টান;
পূরাতে বাসনা তারা ফেলিতেছে রক্ত আজ জাগে সেই লহু বৃত্ত
মেকি ভাষণের দ্বারা শয়তান নেচে চলে জঙ্গি গোষ্ঠী নাশে প্রাণ।
কোথায় সবুজ খেলা দেখিনা চোখেতে আর চলে লাশ সমারোহ
স্তূপ আকারে জীবন সজ্জিত হয়েছে দেখি চলিতেছে লাশ গাড়ি;
লাশকাটা ঘরে আজ জায়গা শূন্যতা নেই দেখে মনে জাগে দ্রোহ
অথচ মারের প্রাণে নেই আজ কোন তাড়া ঘুমে মগ্ন আছে বাড়ি।।

দেশের মানুষে তারে চিনেছে বলে যে আজ করে চলে বিতাড়িত
নির্লজ্জ প্রাণের মাঝে ব্যক্তিত্ব শূন্যতা যেন মুখোশের আড়ালেতে;
খুনের নেশায় সে যে রক্তকামী প্রাণ দ্বারা ভাঙে সব দেশ হিত
জানিনা কিভাবে তার মেলে শয়তান দ্বার রক্তের নেশায় মেতে।
মানুষকে ভাবে সে যে খেলনা পুতুল জানি রক্ত মাঝে তার নেশা;
লেলিয়েছে শয়তানে সবুজ ভূমির বুকে রক্ত খোঁজা তার পেশা।।