তোমায় করি হে সমাদর আমার প্রতি ভোরে,
মনের মাঝে মনে মনে ডাকি তোমায় জোরে।।
কেউ শোনেনা আমার ডাকা চলছে আমার মনের চাকা,
তোমার প্রতি বিনীত প্রাণ, মন জানি কঠোরে।।
অমন করেই কাজে ফিরি চলতে থাকে বেলা,
দুপুর ডাকি, বিকাল ডাকি নাই মিছে মন খেলা।
প্রদোষের ঐ আজান শুনে কাজ বিনাশী নিজের গুণে,
ছুটে চলি অমন ডাকে বাঁধতে তোমায় ডোরে।।
সমাদরের ভাষা আমার হয়েছে আজ জানা,
মনের কথার সীমারেখায় নাই বলি নাই মানা।
সাঁঝের হাওয়া মৃদু স্বরে তোমার নামটি কায়ায় ভরে,
সে গান শুনে ডাকি তোমায় পড়িনাযে ঘোরে।।
আঁধার রাতের বিবশ কথা আমায় ডেকে চলে,
ঘুমের দেশেই ডুবে যাবো আছি মরণ ছলে।
সেই ভাবনায় তোমায় ডেকে ঘুম যে আমি নিলাম চেখে,
জানিনাযে ফিরবে কি ভোর নব দিবস শোরে।।