শব্দ কোথায় হারিয়ে গেলো পাইনা আমি খেই,
শব্দ আমার জব্দ হলো আসেনা আর যেই।।
ঘুমিয়ে আছে শব্দ দাতা জগত ঘেরা শব্দ পাতা,
আমার বেলায় তাই যেন রে নূতন শব্দ নেই।।
প্রাণের দামে উৎসারিত হয়েছে আজ প্রাণ,
গানের খাতা খুলে রাখি দেখি যে আসমান।
আসেনা রে শব্দ বলি দিলাম সকল জলাঞ্জলি,
গেছে আমার মনের তৃষার শব্দ যে বেঁকেই।।
তাল হারিয়ে গেছে আমার শব্দ ছাড়া তান,
পারিনা যে লিখতে আমি নূতন তেমন গান।
স্বীয় স্বজন হারিয়ে গেলে নব স্বজন আর না মেলে,
শব্দ যে আজ দূরে থাকে আসেনা কাছেই।।
মনের ঘরে তাঁরে পেলে শব্দ আসে বেগে,
গানের পরে গীতি লিখে ছিলাম গানে লেগে।
আজি কেন অমন হলো পাইনা খুঁজে তাঁরে জ্বলো,
মিলিয়ে গেছে শব্দ আমার তারি সনে সেই।।