মায়ের কোলের শিশুটি যখন হাসিয়া হাসিয়া বলে,
স্বাধীনতা আজ এসেছে গো মাতা পাষাণ হৃদয় দ'লে।
মায়ের মুখেতে হাসিটি ফুটেছে অবুঝ শিশুর বাণী,
কোল দিয়ে তাই শিশুর হাসির জাবাব দিবে কি জানি।
শিশুটি আবার বলে উঠে তাই হাসছনা কেন মাগো,
স্বাধীনতা লাগি হৃদয় কি রদ সময় এসেছে জাগো।
মাতা যে এবার চুপ করে রয় কি আর বলার আছে,
শিশুটি এবার কাঁদিয়া উঠেছে মায়ের কোলের পাছে।
সকল দেখিয়া রাগিণী শোনায় ঘুম পাড়ানির গানে,
শিশুটির ঘুম আসেনা তবুও জাগিয়ে রয়েছে প্রাণে।
চমকি চমকি উঠেছে জননী কিবা বলে আজ ভাবে,
মায়ের শিশুর দাঁত উঠে নাই কথা ফোটে বেহিসাবে।
আবার মাতা যে রয়ে নিশ্চুপ দেখে শিশু মাখে ক্লেদ,
ধরছে আজিকে আপনার ধন শুনতে সকল জেদ।
ফিরাতে পারেনা মায়ের ছেলের মুখটা চাঁদের মত,
চাইছেনা মাতা হোক শুধু আর অযথা হৃদয়ে ক্ষত।
আবার ছেলেটি জাগিয়া বলিছে কথা নারি কেন মাতা,
এবার মায়ের মুখ ফুটে উঠে দেখায় যে ব্যাকুলতা।
শিশুর মুখেতে হাসিটি আবার পুনর্জীবিত হলো,
জেদ দিয়ে তার মায়ের মুখের জবান খুলেছে ঢলো।
মাতা এইবার বলে উঠে তাই এসেছে যে শুভ দিন,
স্বাধীনতা পেয়ে ভুলে যায় সবে রক্ষা করা কঠিন।
তাই খোকা ওরে বলি নাই কথা চাইনা আসুক নাশ,
বিজয় পেয়েছি রাখতে বিজয় জেদে থাক বারোমাস।