আসমানে যার শাসন চলে জমিনে যার ত্রাণ,
তাঁরে কিরূপ ভাঙবে লোকে সকল তাঁরি দান।।
চোখের দেখায় পায়না বলে,
অনেক মানুষ চলে দ'লে,
বোঝেনা আর এই পৃথিবী বুঝবে কি আসমান।
তাঁরে কিরূপ ভাঙবে লোকে সকল তাঁরি দান।।

আবার যদি খেয়াল করে দেখি সকল কিছু,
সৃজন মাঝে আছে সে যে দানের লাগি পিছু।।
আকাশ মাঝে নব সৃজন,
ভুবন মাঝে পাখির কূজন
খোঁজেনা আর মানুষ ছাড়া কেউতো উঁচু নিচু।
সৃজন মাঝে আছে সে যে দানের লাগি পিছু।।

গড়ে দিলো মানুষ কৃপায় আকৃতি তার ভালো,
দিবস মাঝে রাতি নামে রাত জানি যে কালো।।
মানুষ তাঁরে ভুলে চলে,
ভিড়ে তারা মারের দলে
আঁধার আপন করে ছুটে টুটে মানুষ আলো।
দিবস মাঝে রাতি নামে রাত জানি যে কালো।।

বিদ্যা কিবা বুদ্ধি দ্বারা মানুষ ভাবে সকল,
মানুষ চলে ছুটে আবার করে পরকে নকল।।
সকল দিলেন জানি তিনি
হবো সবাই তাতে ঋণী,
তা না করে মানুষ আবার পোহায় মিছে ধকল।
মানুষ ছুটে চলে আবার করে পরকে নকল।।

পৃথ্বীর ব্যপ্তি ছাড়িয়ে গেলে আকাশ দেখি বেগে,
সেথায় তাঁহার অসীম কৃপা জানি আছে লেগে।।
দিবস মাঝে একটি রূপে,
রাতে দেখি চুপে চুপে,
নানান রূপের পসরা দিলেন দেখছি সবি জেগে।
সেথায় তাঁহার কৃপা অসীম জানি আছে লেগে।।

শাসন তাঁহার সর্বলোকে আসমান কিবা মাটি,
আকাশ কিবা পৃথ্বীর বুকে রয়েছে তাঁর ঘাঁটি।।
দেখিনা যা নিজের চোখে,
ভাবি মেকি আপনলোকে,
নিজের বিবেচনায় সবাই ভাঙছি সত্ত্বা খাঁটি।
আকাশ কিবা পৃথ্বীর বুকে রয়েছে তাঁর ঘাঁটি।।

আমার কাছে তাই মনে হয় তাঁরি শাসন শুদ্ধ,
সকল শাসন শোষণে যায় করেছে বাকরুদ্ধ।।
মানুষ মানে নিজের শাসন,
পৃথ্বীর বুকে আঁকছে আসন,
ভাঙছে নিতি মানুষ; মানুষ করে চলে যুদ্ধ।
মানব শাসন শোষণে যায় করেছে বাকরুদ্ধ।।