পুলসিরাতের সাঁকো আমার হয়নি দেখা আজো,
আমার মনে ভাবনা আসে কেমন রূপ বিরাজো।।
কিসের এতো মাখি ভীতি,
কিসের এতো ভয়াল রীতি,
কেবা পেলো বেহেস্ত শোভা
পার হতে মন রাজো।
পরলোকের লাগি গড়ি ইহলোকের কাজো।।
অথচ যার নাই তো সাঁকো নিজ বিধাতার সনে,
তার বেলাতে কিবা আছে জানিনা সেই মনে।।
নিয়ম করে কিসের লোভে,
কিসে আবার নিত্য ডোবে,
কিসের মোহে আজকে দেখি
ধ্যান করে বিজনে।
আসলে কি সকল জ্ঞাত ইহলোকের ক্ষণে।।
মনের ঘরে রেখে ধাতা পূরণ করি সকল,
জিজ্ঞাসী তাই নিজের মনে আসল কেবা নকল।।
কাঁপে আমার নিজের কায়া,
জ্ঞান হীনতা জাগায় মায়া,
জানিনা যাই তাই লিখে হায়
কাঁপাই নিজের শকল।
মানলে আমি চলতে হবে মেনে সকল ধকল।।
আজ বুঝেছি গড়তে হবে সাঁকো তাঁহার সাথে,
ডাকতে হবে তাঁরে জানি আমার দিবস রাতে।।
ছিন্নতা যার কাঙ্গাল করে,
ভাবেনা সে অবসরে,
পারবনা আর আমি ভুলে
চলবো তাঁরে ঘাতে।
তাঁরে ডেকেই আমার হৃদয় আজকে ভীষণ মাতে।।
পুলসিরাতের সাঁকো আমার লাগবেনা আর দেখা,
ইহলোকের কথা দ্বারাই ফুটবে বেদন রেখা।।
হয়তো ধাতা করবে ক্ষমা,
হবে আমার পুণ্য জমা,
ভাগ্য আমার বদলাবে কি
নাকি সকল লেখা।
পুলসিরাতের পুল না দেখেই হবে তাঁরেই শেখা।।