মুকুল, কোরক ফুল হবে গো সেই আশাতে বাঁচি,
আশায় আশায় দিন চলে যায় প্রণয় আমার সাঁচি।।
ফুল হতে যে আমার ভজা পথ বাঁকা নয় জানি সোজা,
কেবল আছে পথের কাঁটা ব্যথায় আমি নাচি।
আশায় আশায় দিন চলে যায় প্রণয় আমার সাঁচি।।
পুলক প্রহর আসবে আমার তুমি কাছে এলে,
অদেখা সুখ, অদেখা মুখ আঁকছি বেদন ঢেলে।
অজানা আজ আমার ভাবী করছি শুধুই তোমায় দাবি,
কোরক ঝরে যাবে ভয়ে ধাতার নিকট যাচি।
আশায় আশায় দিন চলে যায় প্রণয় আমার সাঁচি।।
সুখ প্রহরের বাণী জানা প্রেমের বাণী মিছে,
মানুষ আমি আজ প্রয়োজন তোমায় আগে পিছে।
স্বভাব আমার একরোখা হায় তোমায় পেতে অন্তরে চায়,
আরো যে চায় তোমার কাছে রইতে কাছাকাছি।
আশায় আশায় দিন চলে যায় প্রণয় আমার সাঁচি।।
দুর্বাসনার দুঃসহ প্রেম আগুন দ্বারা পুড়ে,
আমার নামের মন্দ কথা আকাশে আজ উড়ে।
পুড়ে গেছে হৃদয় আমার তাই যে খাঁটি হলো আবার,
আর পোড়াতে আসো বুঝি পুড়বো আমি আছি।
আশায় আশায় দিন চলে যায় প্রণয় আমার সাঁচি।।