তোমার সাথে আমার প্রেমের নেইতো কোন বিশাল হেতু,
জানি তোমার মনের সাথে আমার মনের বাঁধা সেতু।।
বিদেশিনী নাম দিয়েছি,
নিজের সুখে মন পিয়েছি,
পারতাম আমি ভুলে যেতে পালিয়ে যেতাম তুলে কেতু।
মানুষ বলেই প্রেমের টানে চাইছি হতে কেবল থিতু।।
প্রেমের সাঁকো অদৃশ্য হায় মনের মতন মনেই টানে,
তোমার আমার প্রেমের মাঝে রয়েছে পথ যেতে যানে।।
তোমায় নিয়ে বাঁধবো সুখে,
রয়েছি আজ সেই উন্মুখে,
নিজের ঘরের বেহাল দশা রইবে কি আর সুখের তানে।
সেই ভাবনা নিত্য ভাবি জানেন হৃদয় দূর আসমানে।।
মাঝে মাঝে হেসে উঠি ভাবনা সকল অলীক ভেবে,
ঋক্ষের গায়ে জবাব চেয়ে বলছি কথা বেহিসেবে।।
তোমার দেখা পেলামনা যে,
মনের মাঝে ব্যথা বাজে,
রাখতে চেয়ে পারিনা আর তোমার ছবি আমার জেবে।
সেই দুখেতে আমার আশা আমার স্বপন বেগে নেভে।।
মনের সেতুর জোরে আমি ভাবনা ভাবি আকাশপাতাল,
সকল আমার লাগে কেবল ক্ষুব্ধ বিভ্রম ভাবি মাতাল।।
চাঁদের দিকে চেয়ে ভাবি,
করি আমি আপন দাবি,
তোমার মনের মাঝে আছি সেই ভাবনায় খুঁজেছি তাল।
মনের সেতুর জোরে আমি আঁকি শুধু প্রেমের চাতাল।।