সাজিয়ে দিলাম গানের ডালা সব আনন্দ পূরে,
বাজাবো তাই শেষ রাগিণী আমি তাঁহার সুরে।।
যেমন করে পাখিরা গান গেয়ে,
নাচায় হৃদয় মন উঠে যে ছেয়ে,
আমার গানের ডালা তেমন হবে আজ মধুরে।
বাজাবো তাই শেষ রাগিণী আমি তাঁহার সুরে।।
দৈবে যদি ভুল হয়ে যায় প্রাণের শেষের বাণী,
মরণ আমার আসবে জানি বয়ে জীবন গ্লানি।
সবার গানের অন্ত আছে জানা,
তাঁর গানেতে অন্ত খোঁজা মানা,
আমার গীতি শেষ হবে যে তাঁর গীতি না ফুরে।
বাজাবো তাই শেষ রাগিণী আমি তাঁহার সুরে।।
তাঁরে আমি পেলাম কিনা হয়নি জানা আজো,
নিজের মনে বলছি তাঁরে এবার মনে রাজো।
তা না হলে মরণ ব্যথায় কেঁদে,
হেরে যাবো সব পরাজয় বেঁধে,
আসবেনা সে পাঠাবে দূত থেকে অসীম দূরে।
বাজাবো তাই শেষ রাগিণী আমি তাঁহার সুরে।।
আনন্দ হায় নিছক হবে আমার শেষের গানে,
চাইছি কেবল দানে ভরুক আমার গীতি দানে।
তাঁর সুরেতে সুর মিলিয়ে যাবো,
তবেই জানি তাঁরে আমি পাবো,
মরণ বেলায় তাঁরে পেলেই যাবো ত্রিদিবপুরে।
বাজাবো তাই শেষ রাগিণী আমি তাঁহার সুরে।।