কোন পারাবার পার করে তুই ছুটিস কাহার কাছে,
সকল রূপের আধার সাগর ভরা সুক্তি মাছে।।
অথচ তুই জানিস না তা    লিখে গেলি জগত ধাতা,
পরান ব্যেপে কেঁপে গেলি ভাবিস কি বা আছে।
সাগর যে তাঁর অপার কৃপা সৃষ্টি না মন বাছে।।

আজিকে তোর বিজয় এলো পারাবার পার করে,
দেখলি সকল কৃপার ধারা তাঁরেই মনে ধরে।।
অথচ সেই কৃপার কথা    দেয়নি তোরে ব্যাকুলতা,
ভাবিস কেবল পার করেছিস পেতে ধাতা স্বরে।
মানুষ কি তুই বুঝিসনা আর কিরূপ ধাতা ভরে।।

দেখা পেতে ব্যাকুল আছিস দেখলিনা তুই সৃষ্টি,
বিশাল সাগর পার করেছিস দেখিস নি তুই কৃষ্টি।।
সাগর বুকে কতো খেলা    দেখলি না তুই নিজের বেলা,
চাইলি কেবল ধাতার দেখা পেতে রূপের দৃষ্টি।
তাই বুঝি তোর বোধ আসেনা আসেনা রূপ বৃষ্টি।।

সৃজন মাঝে আছেন ধাতা চোখের সমুখ নাই,
সেই সৃজনের অবহেলায় ধাতাকে তোরে চাই।।
দেখতি যদি খেয়াল করে সব    জাগতো রে তোর সেই অনুভব,
অপার কৃপার খেলার স্রোতে পেতি তাঁরে ভাই।
বিনাশ কিবা আসে কারো সৃষ্টি নাই বা পাই।।

তাই বলি রে ফিরে যা তুই সেই পারাবার তীরে,
লক্ষ্য করে দেখিস এবার সাগর আধার ফিরে।।
জীবন বেলা কাটা রে তুই    পারাবারের মাঝে সে ভুঁই,
ধাতা আছেন সৃজন মাঝে ভাবিস মনের নীড়ে।
সকল খানে ধাতা আছেন নাই সে চোখের ভিড়ে।।