বিক্ষুব্ধ জলের স্রোতে সাগর উত্তাল আজ যার গায়ে সদা জাগে ঢেউ
ফাল্গুনের সমীরণ বুঝে কাঁপে ভীরু মন সিন্ধুর ফাল্গুন আজ কই;
আমার পশ্চাৎদেশে লেগে আছে দেখি আমি প্রকৃত গৌরব মাখা ফেউ
আমার জাহাজ তবু চলছে সম্মুখ পানে হাল ছেড়ে দেবো তাই নই।
কিম্ভূতকিমাকার এ তরঙ্গ আসছে লেগে আমার জাহাজ তলে বেগে
নর্তকীর মতো আজ নেচে উঠে এ জাহাজ জাহাঁবাজ কোপানলে;
তাই আজ দ্রুত বেগে বাইছি জাহাজ আমি সব ফেউ ঢেউ আসে লেগে
আজকে দর্শনে তাই ডেকে চলি আমি তাঁরে দুরুদুরু কাঁপে বুক তলে।।
সহসা শীতল হলো সিন্ধুর উপরভাগ শীতল সমীরণের দোলা
তখন দেখেছি আমি আকাশের দিকে চেয়ে বিশাল আকাশ আঁকে রঙ;
বিষাদ কেটেছে আজ নিউরন কাঁপা থামে হয়ে গেছি আজ আত্মভোলা
অনুরণন এসেছে আমার মস্তিষ্কে ধাঁরে মেখে দিলো বসন্তের সঙ।
আকাশের সোনালীর রঙ মাখা দেখে আজ মনে পড়ে পলাশের বাণী;
আর বাতাসের ঘ্রাণে মাতোয়ারা হলো মন সাগরে ফাল্গুন এলো জানি।।