কচ্ছপ বলে উঠে "আমি বড় ধীরে
ভিড়িয়াছি আমি জানি আজ সেই তীরে"।
খরগোশে শুনে বলে "ক্ষণিকের চলা
আমি আজ ঘুমাবো যে নেই নিজ বলা"।
কচ্ছপ হাসিয়া বলে "অনিন্দ্য সুন্দর,
পাবেনা কখনো দেখা তোমার বন্দর।
বিজয় পাইতে জানি লাগবে যে চলা,
যতই করোনা তুমি নিজ ছলাকলা"।
খরগোশে হাসিয়ে কহে "বুঝেছি তোমায়
গল্পের মতন নাহি আমি ছুটি তায়"।
কচ্ছপে চলছে পথে অবশেষে পার,
জয় করে দেখে সে যে বিজয় আধার।
অথচ খরগোশে সেথা ঘুমিয়ে কাতর,
কচ্ছপের মন ভাঙে পরাজয়ে ভর।
বুঝতে পেরেছে সে যে কাহিনীর তান,
বাস্তবতা জাগে শুধু গল্পে মিছে গান।