পায়রা আমার ঘুম ভাঙালো টিয়া বলে মনের কথা,
ময়না আমায় ডাকে শুধু কণ্ঠে যে তার ব্যাকুলতা।।
কোকিল ডাকে মিষ্টি করে শালিখ ডাকে জোড়া স্বরে,
দোয়েল ডাকে বাংলা টানে রয়না কোন নীরবতা।।
চাতক ডাকে তৃষ্ণা দ্বারা প্রেমের কাতর ডাকা তারি,
চোখে আঁকা প্রেমের বহর এতযে প্রেম দিতে নারি।
মাছরাঙাটা মাছে কাতর প্রেম রয়ে যায় মনের ভেতর,
শ্যামা ডাকে মৃদু স্বরে তাতে গোপন প্রেম বারতা।।
লাল ঝুটিতে কাকাতোয়া হিজল গাছের শীর্ণ ডালে,
খুঁজে সাথী আমায় দেখে তার গানেরই ক্ষুব্ধ তালে।
ডাকছে ঘুঘু অভিসারে তখন আমার ঘুম যে বাড়ে,
পারিনা আর দিতে সাড়া লুকাই আমি ঘরে তথা।।
বুলবুলি যে ডাকছে আরো প্রেম ছাড়বে গীতি দ্বারা,
গুনে চড়ুই নিজের বাছা ভালোবাসার ফসল সারা।
কাঠঠোকরা গান যে বাজায় স্বীয় বাসর গড়ার লাগি,
বউ কথা কও স্বীয় তানে নিজে উঠে প্রেমে জাগি।
নানান ভালোবাসা পেয়ে হলাম আমি প্রেমের নেয়ে,
সাক্ষর আছে এক বিহগে তাই খুঁজেছি নির্জনতা।।