শূন্যে আমার শুন্য পাওয়া তোমায় দেখতে নারি,
আবেগ দিলে মেঘের কোলে ঝরায় শুধুই বারি।।
মেঘের আবেগ মনে আসে মন তোমারে ভালোবাসে
আকাশ মাঝে পাইনা কিছুই করেছে মন ভারী।।
উদ্ঘাটনের সূত্র জানা হয়নি আমার আজো,
তবু তুমি মনে এসে মেদুর তানে বাজো।
রহস্য এক আছে তোমার দেখতে ব্যাকুল হৃদয় আমার,
চোখের দেখায় পাইনা কোথা মন বলে বাহারি।।
সবাই ভাবে আছো শূন্যে কি বা তার উপরে,
আমি জানি তুমি যে নাই আকাশ তরে ভরে।
শূন্য আকাশ প্রাণের ছোঁয়া গেলো জানি সকল খোয়া,
সেথায় কেবল বস্তু আছে সকল নিভৃতচারী।।
তোমায় খোঁজা যুগ প্রবাহে করেছে আজ কত,
গুনে গুনে পার হয়ে যায় মানুষের কাল শত।
তবু তোমায় পেলোনা আর হৃদের মাঝে করেছো ভার,
রেখে তোমায় হৃদয় আমার হলো শক্তিধারী।।
রহস্য যার নিজের নিকট খুঁজবো তাঁরে কিরূপ,
তাই ডেকেছি তোমায় শুধু হয়ে আছি নিশ্চুপ।
সবার কাছে জিততে চেয়ে দেখতে যে চাই তোমায় ধেয়ে,
সবার কাছে সাম্যে আছি তোমার সনে হারি।।