আজকে বিকচ পুরা শশাঙ্ক   আলো দিয়ে যায় আলো,
সেথায় দেখেছি সাদা দ্যুতি মুছে  রুধির রঙ ছড়ালো।।
যেখানে ছুটেছে দামাল ছেলেরা     গড়েছে তাদের স্বাধীনতা ডেরা,
মুখের উপর মেখেছে মুখোশ বিষাদ মিশানো কালো।।
অরিরা সকলে গুলি চালিয়েছে দানিয়াছে তারা মোহে,
তাই বুঝি আজ অবুঝ কিশোর মেতেছে সরণি দ্রোহে।
নিজের ভ্রাতার তাজা রুধিরের    চিনেছে কিশোর আজ যেন ঢের,
তাই বুকে নাম লিখে চলে তারা  সমুখের তরে ভালো।।
ঘরে বসে থাকা কাপুরুষ আজ     সুপুরুষ হয়ে ভাসে,
তাই আমি দেখি চন্দ্র আজিকে লাল দ্যুতি দিয়ে হাসে।
প্রাণের কথাতে মিলেছে সরণি        শ্বাপদের হাসি কাঁপিছে ধরণী,
কোরকের সেই কালিমা মুছেছে  প্রসূনগুলো দুলালো।।
আবার যদি বা পাষাণের থাবা গ্রাস করে লোক প্রাণ,
ফাগুন জেনেছি আসবে পৃথ্বীতে করে যাবে ফুল দান।
কেড়ে নিক সব কোরক রক্ত           রবে যে সকলে পথেতে শক্ত,
থামানোর আর রাস্তা যে নাই  পাষাণ হাসি মিলালো।।