আজকে আমার গান ফুরালো গান ফুরালো গান,
তোমার কাছে গান চেয়েছি করো আমায় দান।।
আশা নিয়ে বসে আছি    বীণার তারে সুর যে কাছি,
গান আসেনা তাই বুঝি হে জাগে অভিমান।
তোমার কাছে গান চেয়েছি করো আমায় দান।।

নিতান্ত সেই মনের সখে তুলেছিলাম বীণা,
তুলিনি আর তানপুরাটা করতে নারি জিনা।
পারি শুধু বীণার তারে    চিনেছি আজ আপনারে,
অথচ সেই বীণা এখন তোলেনা সুর তান।
তোমার কাছে গান চেয়েছি করো আমায় দান।।

তোমার আছে গানের আঁকর তার ছাড়া সে সুরে,
শুনছি আমি সকল সে গান আসছে জগত ঘুরে।
তবু আমার গান আসেনা    নতুন কোন সুর ভাসেনা,
একটা বীণায় তুলবো কি বা কাঁদে আমার প্রাণ।
তোমার কাছে গান চেয়েছি করো আমায় দান।।

নিউরনে কাঁপন তোলে নতুন গানের আশে,
তখন বুঝি চাপ পড়ে যায় বুকেরি বাঁ পাশে।
পাইনা খুঁজে গানের খেলা    তোমার কাছে আছে মেলা,
ভাবনা আমার মূক হয়েছে ভঙ্গুর হৃদয়খান।
তোমার কাছে গান চেয়েছি করো আমায় দান।।

তখন শুনি ঝড়ো হাওয়া বইছে পৃথ্বী জুড়ে,
শুনে আমি ভাবছি যে আজ আমার হৃদয় খুঁড়ে।
বাহিরে আজ এতো গীতি    মনের মাঝে শুন্য প্রীতি,
মোহর এঁকে দিলে মনে পাইনা কি সে ত্রাণ!
তোমার কাছে গান চেয়েছি করো আমায় দান।।