বিদেশিনী তুমি আজ কোন প্রান্তরের দিকে
মেখেছো নিজের প্রেম;
বাংলার যুবক আমি করবোনা জানি ফিকে
যদি দাও প্রেম হেম।
হৃদয়ের উৎসারণে আজ আসে কথা মনে
আপনার কথা ফোটে উঠে;
ফাল্গুনের বার্তা বয়ে কোকিলের গান সয়ে
আমার রাগিণী দেখি ছুটে।
কোথায় তোমার ছায়া কোন প্রান্তরের দিকে মাখো মাখো জ্বলোজ্বলো
দেখিতে জাগিছে সাধ;
লোকরূপী শয়তানে দিয়ে চলে আজ শুধু
আমার নামেতে মিছে অপবাদ।
প্রেমের এ আয়োজনে আমার বিনাশী গানে
আকাশের কথা কয়ে আমি;
কল্পনার চাদরের মেঘ কেটে আসি ফিরে
তোমার বুকেতে যাবো নামি।
সেই শিশু হরিণের মতো করি ছটফট
তোমাকে হারাতে আজ;
বাধাগুলো আসে রোজ জোয়ারের নিজ তেজে
বেদনে তোমার রাজ।
অবুঝের সরলতা নিয়ে যারা খেলে রোজ
তাদের কিভাবে বলি প্রাণ;
ভুলে যায় তারা জানি পৃথিবীর মোহে মানি
চোখেতে দেখেও আসমান।