সদা জাগে সাগরের ঢেউ ক্লান্তি নাই আর আসে,
সাদা সুখের আঁচল বিছাই কেউনা ভালোবাসে।।
ঘুমন্ত এই প্রাণটা দ্বারা,
পারিনা কাজ করতে সারা,
ঘুমিয়ে পড়ি রাতের নিশায় যখন চাঁদটি হাসে।
সেই হাসিটি স্বপ্নের মাঝে আমার শুধুই ভাসে।।

হতাম যদি সাগর আমি দেখতাম চাঁদের হাসি,
বলতাম আমি পরান ব্যেপে চাঁদকে ভালোবাসি।।
নিয়ম করে শালীন করি,
ভাবনা মুছে বিভাবরী,
ঘুমাই আবার ফিরে সেজে আমার ঘুমের ত্রাসে।
তখন বুঝি তোমার কৃপা আমার দিক প্রকাশে।।

জেগে থাকা ডাহুক ডাকে সে ডাক শুনিনাকো,
আমায় যদি একলা রাখো তবে কেন রাখো।
যদি আসে প্রেমিকা সে,
রাতের ঘোরে ফিরে হাসে,
মুছে যাবে আমার সে প্রেম মুখটি না উদ্ভাসে।
তোমার কৃপার দুয়ার খুলে দিও দূর আকাশে।।

যদি আসে প্রেমিকা আর দিনের আলোর সনে,
তাহলে যে দেখবো তারে আমার চোখ লগণে।।
তোমার কৃপার ধারা পেয়ে,
উঠবো আমি সুখে ধেয়ে,
পাবো তোমায় মনের ভেতর প্রেমী পাবো পাশে।
সেই ভাবনা মেখে আমার জাগরণ আজ নাশে।।